হৈচৈ কবিতায় বিচিত্র কুমার

এডিস মশা
দাদু ডেকে বলে- নাতিরে
দ্যাখ ওরে দ্যাখ?
ওই উড়ে ঝাঁকেঝাঁকে
আনতো আমার ব্যাগ।
সাদা কালো ডোরাকাটা
তাদের দেহে দাগ,
মশক কূলের রাজা তাঁরা
হিংস্র মশা বাঘ।
রাতের বেলা ঘুমায় বাবু
দিবাতে উত্পাত,
কয়েলটা জ্বালিয়ে দে
হবে কুপাকাত।
এডিস মশার ভয়ে কাঁপে
খোকন থরথর,
হুল ফুটালে আসতে পারে
ডেঙ্গু নামের জ্বর।