T3 সাহিত্য মার্গ || ১৫০ তম উদযাপন || সংখ্যায় রিতা মিত্র

চিরন্তন অপেক্ষা
অনুসরণ করলেই কি তাকে পাবে?
যে স্বেচ্ছায় আড়াল করেছে নিজেকে
আঁচল পেতে বসে থাকে জনশূন্য সৈকতে
আমিও ফিরছি সমুদ্র স্নান করে
তাকেও দেখেছি ঢেউয়ের আলিঙ্গনে
সিক্ত বসনে, রিক্ত হৃদয় শান্ত দেহ তার
পায়ে ঝিনুকের নূপুর বাজে
অশনি আশঙ্কা মন কুরেকুরে খায়
এবার কি ফিরবে নাবিক, ঢেউ তো শান্ত হল
পোষা পাখিও ফিরে আসে খাঁচায়
বালিতে বাঁধা বাসর ঘর
অপেক্ষার দিন গুণে যায়।