কবিতায় প্রভাত মণ্ডল

বিবাগি মনন
জীবন প্রদীপ জ্বালিয়ে জীবন ভুবন
নিখিল বিশ্বে অতন্দ্র প্রহরী জেগে,
রক্তিম বীণা বেজে ওঠে নবসুরে
মৃত্যুপুরীর দেবতাও বহুদূরে,
বহুদূরে।
স্বর্গ এখানে মর্ত্য জানিনা কোথা
স্বর্গ-মর্ত্যে প্রণয়ের মহা সুর,
রোদনে-বিষাদে জীবন অঙ্কখানি
কাটাকুটি খেলে শোনায় মৃত্যু বাণী,
জীবনের দরবারে।
জীবন যখন ক্লান্ত চরণে নামে
পূর্ণিমা চাঁদ সূর্যকে ভালোবাসে,
কথার মালায় জীবন কন্ঠ সাজে
আলোক দ্যুতির আবির মাখানো প্রাতে,
কিংবা আধোরাতে।
ভাঙা ডিঙি আজ ভাঙা নদীটার বুকে
শ্যাওলায় বাঁধা স্রোতহীন পড়ে আছে ,
ও জীবন ছুঁয়ে জীবনের আধো বাঁকে
বিবাগি মনন আর পথিকের বেশে
জীবনের গান খোঁজে।