কবিতায় তাপসী লাহা

মৃগমেঘ
ভেসে বেড়াচ্ছে হরিণের মন
লাগামের তারজালি খসে পড়া
আস্তিনচিহ্নটটি সবুজের কাপে
মিশে আছে বেশ
গুমনামের গন্ধটা ।
রিলস গুলো উঠছে নামছে ,
সাঁজিভরা নিঃশ্বাসটুকু
বুকের হাপরঘন্ট
বনলতার গ্রীবার মত ।
ধোঁয়া ওঠা কাপের চা অথবা কফি বিষয়ক
নেশার চারণতত্ত্ব
বর্ণমালার মতো উদ্বাস্তু রোদ রোজ সকালে ওঠে।
সিরিজের পর্যাপ্ত অনুদান ফুরিয়ে গেলে
তীব্র বেগে পতিত রমণীর মৃদু ফোঁপানো
এক বিশুদ্ধ অসহায়তার পটচিত্র আঁকে।