সম্পাদকীয়

আজকাল ডাক্তারদের জন্য একটা দিন বরাদ্দ হয়েছে । তা ভালো হয়েছে । একটা দিন তাদের না হয় ভালোবাসার কথা বলাই গেল । প্রতিদিন তাদের টেবিলের উলটো দিকে মৃত্যু এসে বসে আর তাঁরা পাঞ্জা লড়েন মৃত্যুর সাথে । বিজ্ঞানের সর্বজয়া হয়েও তাঁরা বেশিরভাগই ভগবান মানেন । আসলে এই হল সমর্পন যা প্রকৃত শিক্ষা দিতে পারে । এখানে ভক্তি মানে অন্ধ ভক্তি নয় । পরম‌ করুনাঘনর কাছে কৃতজ্ঞ থাকা, জন্মের মিরাকেল ঘটানোর জন্য , রোগ নিরাময়ের জন্য ।
মানুষের হাতে যে সবটা নেই ডাক্তারদের চেয়ে ভালো কেউ জানে না । আর তাই জন্যই শ্রীরামকৃষ্ণ আর ডঃ মহেন্দ্রলাল সরকার তর্কে, ভালোবাসায় কেমন দুজনে দুজনাতে আচ্ছন্ন হয়ে থাকতেন ।

আরোগ্য আসুক ।
শুভেচ্ছা নিরন্তর ।

ইন্দ্রাণী ঘোষ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।