কবিতায় বলরুমে মহীতোষ গায়েন

অনন্ত প্রতীক্ষা
মাঘের শেষে শিশিরের পরশ
মাখা রাতে চাঁদের আলোয়
তোমার মায়াবী চোখ আমায়
টানতো,সাহস পাইনি জানাতে।
কবিতা ছাপা শাড়ির আকর্ষণে
নিজেকে জড়িয়ে ইচ্ছে করতো
গোলাপবাগের খোলা হাওয়ায়
নির্জন সংলাপে নিশিযাপন…
ফাগুনের হাওয়া জানতো,অথচ
তুমি জানতে পারো নি কখনো,
জানতে চাও নি কখনো,মনের
মধ্যে সোহাগ;প্রেমের অনুভূতি।
সময় হারিয়ে গেল,বসন্তের ডালে
ডালে ফুল,সময়কে একান্ত আপন
করতে সাহস পাইনি,স্বাতী নক্ষত্র,
নিরাপদ আস্তানা খুঁজে পেলে তুমি।
স্মৃতির সমুদ্রে ভাসছি নিরবধি…
মরমি করাতে কাটে যাবতীয়
অনুভূতি,হৃদয়ে হৃদয়ে প্রগাঢ়
সন্নিবেশের অনন্ত প্রতীক্ষা তাই।