কবিতায় সুনন্দ মন্ডল

দাঙ্গা যখন রক্তে মিশে
দাঙ্গা যখন রক্তে মিশে
কী করবে তখন শিক্ষা?
শিক্ষিত এই সমাজ বুকে
কতজনে করে ভিক্ষা?
হাজার মানুষ হাজার কাজে
ব্যস্ত জীবন মুঠোয় ভরা!
কুটিল যতই হচ্ছে মানুষ
কুশিক্ষাতে ভরছে ধরা।
সেদিন যারা দাঙ্গা দেখে
ফেরায়নিকো আজও হুঁশ!
আমরা তাদের বলতে পারি
সমাজের সুস্থ মানুষ?
মানুষ তো যার রক্ত জমাট
চামড়া ঘেরা নগ্ন শরীরে।
তাই বলে কি মান আছে তার?
মন যেখানে আছে মরে!
মনের খোঁজে চললে মানুষ
দাঙ্গা সেখানে বুঝবে নিঃস্ব।
বুঝবে কজন কবে বল?
দাঙ্গামুক্ত হবে বিশ্ব!