সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

হাড় কাঁপানো ঠান্ডা বাতাস একঝাঁক
বিজয় রবিদাস
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
হাড় কাঁপানো ঠান্ডা বাতাসে
কুণ্ডলী পাকিয়ে উড়ে গিয়েছিল দীর্ঘশ্বাসগুলি
নদীটার তীরে গ্রামটা স্তব্ধ হয়ে শুয়েছিল
কুয়াশার চাদরের নিচে দিয়ে
বয়ে গিয়েছিল উষ্ণ একটি শিহরণ
প্রবহমান নদীটির ওপর দিয়ে আমাদের অতীত
মুমূর্ষু জীবনগাথার হাজার পৃষ্ঠাজোড়া
বিষণ্ণতার মহাকাব্য।