প্রবাসী ছন্দে নাসিমা রুবি (বাংলাদেশ)

দিনমজুর
বারোঘন্টা ডিউটি চলে
কলুর বলদ যারে বলে
দুইশো টাকা মজুরিতে জীবন যাদের ক্ষয়,
পেটে ওদের ভিষণ জ্বালা
ক্ষুুধার জ্বালায় জীবন কালা
নাম যে তাদের মজুর শুধুই মানুষ বুঝি নয়?
লাইন সুপারের গালিগালাজ
কেউ করে না ওদের লেহাজ
ভুখাদুখা মানুষ ওরা বাংলা ওদের দেশ,
ওদের শ্রমে ওদের ঘামে
অট্টালিকায় আহার জমে
তবুও নেই একটু কদর স্নেহ মায়ার লেশ।