ক্যাফে কাব্য গুচ্ছে সুশান্ত সেন

১| বাধ্য
সবাই যদি বাধ্য ছেলে মেয়ে হয়ে
মা’র আঁচল আর বাবা’র হাত ধরে থাকে
তাহলে বয়স বাড়লেও
ছেলে মানুষ’ই থেকে যাবে।
ভাবছি বছর পঞ্চাশের ছেলে ছেলেমানুষ
আর মেয়ে ছেলেমানুষ
কি কি কাণ্ড কারখানা করতে পারে।
আচ্ছা একটা গুল বানাবার
কারখানা করে দিলে কেমন হয়।
সকাল থেকে ছেলে ছেলেমানুষ আর
মেয়ে ছেলেমানুষ সেখানে”ই কাজ করবে।
২| অঙ্ক
সকালটাকে বিকেল দিয়ে গুণ করে
সন্ধ্যে দিয়ে ভাগ করার পর
কি অবশিষ্ট থাকে জানেন নাকি ?
না জানলে
আপনাকে আবার ইস্কুলে ভর্তি করে দোব।
আবার আপনি
কে সি নাগের অঙ্কের বই খুলে
প্রথম থেকে অঙ্ক শিখতে থাকুন।
ঠ্যালায় নাম বাবাজি।
৩| আম
এক ঝুড়ি আম নিয়ে কি করলি বাপ
একে ওকে তাকে দিলে নেই কোনো মাপ
সব আম আমি চাই কাউকে দেব না
ওজর আপত্তি কিছু আমি শুনব না।
আম খেতে খুব মজা , জান না কি ভাই
একটিও কম হলে কোন ক্ষমা নাই।