মেহেফিল -এ- শায়র সুহিতা সুলতানা
অসমাপ্ত কবিতা
গভীর রাতে ভ্যানগঘের কর্তিত কান ও প্রদোষ পালের দাঁত উঠে
বসলো আমার কবিতাগ্রন্থের ঠিক পাশে! এ দৃশ্যটি যদিও আমার
কাছে সুখকর নয় তারপরও দু’জন প্রিয় শিল্পীর কান-দাঁত বলে কথা
ভানগঘের কর্তিত কান বেয়ে লাল রক্ত চুঁইয়ে পড়ছিল আর প্রদোষ
পালের অর্ধ দাঁতসমগ্র ল্যাপটপের স্ক্রিনে ভেসে বেড়াতে লাগলো! এই
হলো নিয়তি! তবু অনিদ্রার কালে এঁদের আগমন আমাকে নোতুন ..
দিগন্তের দিকে নিয়ে যাচ্ছিল! দৃশ্যত আমি কী আরও কিছুর জন্য
অপেক্ষা করছিলাম? র্যাবোর নরকে সেদিন ঢ্যু মেরে দেখলাম তিনি
আগের মতই আছেন! সমুদ্রের জলে ভেসে যাচ্ছে রিলকের প্রেম