কবিতায় শেষাদ্রি চট্টোপাধ্যায়

রংতুলি, রাগ

তুমি কি মালকোষ শেখো ?
রাত্রির রাগিণীর মেয়ে
চশমাটা খুলে গেলে
আমি তত মুশকিলে পড়িনা
শুধু দেখি গ্রিক ভাস্কর্যের মতো মুখ
করতল ঢেকেছো শিশিরে !
যতই আঁকবো ভাবি
ঠিক কিছু রং কম পড়ে ,
তারপর ভাঙা দিনকাল
নিচু হয়ে নেমেছে গোধূলি
হেঁটে গেলে পথে পথে
নীল আলো , মায়া ,
ছায়া পড়ে মাটিতে পাথরে
শুদ্ধস্বরে , কোমলনিষাদে –

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।