কবিতায় অমিত পান্ডে

মনের কথা
হোক না যত ই ভর্তি হৃদয়
মন ভরে থাক সুখ সাগরে,
একটু তবু জায়গা রেখো
মনের কথা শোনার তরে।
কি হবে কে বলতে পারে
হয়ত এমন কোনো সকাল এলো,
ভর্তি যেটা ভেবেছিলে
সেই সকালে শূন্য হলো।
চারিদিকে তখন তোমার
গাঢ় আঁধার ঘন কালো,
বিশ্বাস আর ভালোবাসা
দেখলে দুটোই টলোমলো।
চোখের জল ই সঙ্গী তখন
ভবিষ্যতের কথা ভেবে,
একটু খানি জায়গা মনের
সে-ই তখন সাহস দেবে।