মার্গে অনন্য সম্মান নীলাঞ্জনা সাহা (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১২৮
বিষয় – সমাজ
জঞ্জাল
সুন্দর পৃথিবীর আকাশে রামধনু খেলা করে, কাকলির কলতানে মুগ্ধতা আনে
সর্বশ্রেষ্ট জীব চাহিদার পাকে মননের নীচতা আনে।
উন্নীত প্রাণী অনুন্নীত নিকৃষ্ট ক্রিয়ায় ধ্বংসের পথপানে
আপন সুখের লাগি বটবৃক্ষের সম মাতাপিতারে দেয় নির্বাসনে।
বৃদ্ধ মাতা পিতার অসহায় নয়ন শুধু চেয়ে রয় সন্তানের মুখ পানে
অশ্রুমিশ্রিত নয়ন মুদি ভাবে এ কোন সকাল নিবিড় ঘন অন্ধকারে ।
জীবনের সব সঞ্চয় নির্দ্বিধায় অর্পন করেছি যারে
অসুস্থতার কলে কর্য করি সুস্থ করেছি নির্বিকারে।
বঞ্চিত করেছি নিজেরে সর্ব সুখ হতে, মানুষ হবে আ ন্ত্মজরে এই অঙ্গীকারে।
বহু অর্থের সমাহার আজি নিঃশেষ করি আপন বিবেকেরে,
পথ মাঝে ছোট শিশু দুই বহু বাড়ায়, দেবালয় আসি ভাবিএ কোন পরীক্ষার ভারে;
মনে ভাবি এবে দেবো না আর কোনো শিক্ষাগারে,
না নিবে কোনো ডিগ্রির পাহাড়, বদলে যে শিক্ষায় গরীব তারে,
যেথা নাই কোন ভেদাভেদ জাতি ধর্ম নির্বিচারে, মানুষে মানুষে হবে আত্মার মিলনে,
শুধু মিলন মেলায় পাবে আস্বাদন জন্ম জন্মান্তরে।
অজানা হবে বৃদ্ধাশ্রমের বানানের বর্ণ পরিচয়
দেবালয়ে হবে পরিচয় হাজার মাতাপিতার সন্তানের পরিচয়ে।
সুমধুর বাতাসে শান্ত হবে হৃদয়, সন্তান হারা মাতা ফিরে পাবে সন্তানেরে আপন ক্রোড়ে।
সদা সচেষ্ট রবে জঞ্জাল বহিষ্কৃত হবে, সুস্থ মানুষ প্রেম দেবে নীল পৃথিবীরে।