কবিতায় অরুণ চক্রবর্তী

ছাই হয়ে যাই
একবারও ভেবেছ কি আগুনের চেয়েও বেশি লাল তোমার দুটো চোখ
অথচ ঠোঁট দুটোয় হেঁটে বেড়ায় মায়াবী কথার ঠাস বুনোট
চৈত্রশেষের এই খরতাপেও আসন্নপ্রসবা গাছগুলো যখন হাহুতাশে ব্যস্ত
তুমি খুঁজে বেড়াও আরও আগুন,আরও আগুন-
বিস্ময় লাগে
আগুন রঙের শাড়িতে যখন সামনে দাঁড়াও
ভুলে যাই স্বর আর ব্যঞ্জনবর্ণের ব্যবধান
রাতের শেষ ট্রেনের আলোর সংকেত পেলে
সব জানালা দরজা খুলে দাও জানি অজানা শূন্যতার অন্দরমহলে নতুন আস্বাদনের আশায়
সূর্যের আলো,চাঁদের আলো সব দেবার সাধ্য নেই আমার
যা কিছু গচ্ছিত ছিল দিয়েছি তো শব্দহীন আত্মসমর্পণে
শিমূল পলাশের রক্তিম সমন্বয়ে সৃষ্ট চিত্রপটে আগুনের তুলির স্পর্শে দু’হাতে ছড়াও অসীম তৃপ্ত আগুনচুম্বন
আমি তো শুকনো আগাছা– এই চৈত্র রোদ আগুনে পুড়ে ছাই হয়ে যাই।