T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় সোমা চট্টোপাধ্যায় রূপম

ঈশ্বরী হিসেব রেখো (২)
তুমি বলেছিলে কবিতাটা আমার
টুকটুকে লাল রঙে ছুপিয়ে নিয়েছো কালি
মাখিয়ে দিয়েছো আমার সারা গায়ে-
তুমি শুনিয়েছিলে সময়ের ধারাপাত
আর ফাঁকা পাতার মহাকাব্য
ওটা ছিঁড়ে ফেলেছো সেন্সারের দায়ে
মুক্ত করেছো খাঁচায় রেখে দেওয়া কথা
মন্থনে ছিলো তখন পোশাকি বিনম্রতা
লিখে রেখেছি সব খেরোর খাতায়।
শুধু হিসেব রাখিনি তাদের
ও কাজ তো আমার নয়
ঈশ্বরী হিসেব রেখো
ধারাপাত ছাপা কালির
হিসেব রেখো-
খাঁচার গরাদগুলোর
হিসেব রেখো-
লাল কালির নীল মহাকাব্যের।