T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় রবীন বসু

নতুন কবি
স্বপ্নের এই বাড়িঘর তোমার হাতেই তুলে দিতে চাই
এই উঠোন, নীলসন্ধ্যা, তুলসি মঞ্চের প্রদীপ, আমি
উত্তরাধিকার সূত্রে তোমাকেই দিয়ে যেতে চাই।
হে নবীন কবি, বাগানে বেড়ার ধারে অযত্নে ফুটে আছে
যে মাধবীলতা, তার গায়ে রঙ দাও, গন্ধ দাও, তোমার
আনকোরা নতুন শব্দ বর্ণমালা অক্ষর মোহিত করুক
এই সাজানো ক্যানভাস ! দুরপনেয় এই দুঃখযাত্রার দিন
নিরালম্ব অন্ধকারে কবন্ধ ছায়ায় সরে সরে যায়।
রাজনীতি ধূর্তামি করে, বুদ্ধিজীবী নির্মোহ নির্মোকে,
ঢুকে যাচ্ছে দিন ভয়ের ভিতরে নিতান্তই প্রশস্ত, তবু
পুরনো দিনের গন্ধ তাকে তোলা থাক, শিকে ছিঁড়ে
নতুন মাখন নামাও, চেটেপুটে খেয়ে নিই এসো সেই
অমৃত সুধার ধারা। নতুন আলপথ দিয়ে হেঁটে আসুক
নতুন কবির দল, মঞ্চ প্রস্তুত, ঘোষক প্রস্তুত, এইবার
কবিসম্মেলন শুরু হবে মহুয়া মদের সঙ্গে মাদকতা ফ্রি।