T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় ছবি ধর

এক পশলা বৃষ্টি
এক পশলা বৃষ্টি তোমায় কি নামে ডাকি ?
মুগ্ধ হয় প্রাণ আহা যেন স্বর্গীয় অনুভূতি ,
চৈত্রের রুক্ষতা জুড়াও মৃদু বায়ে ।
অনবদ্য সৃষ্টি এক পশলা বৃষ্টির ছোঁয়ার
স্বপ্ন ক্যানভাসে আঁকে কুসুমিত ছিঁটে ।
কোন পারিতোষিক দানে তোমার ঝুলি ভরি ?
তুমি আদ্রতা ভরাও মন্দ মধুর বিরসে।
নেপিয়ার,জারা, দূর্বা ঘাসের গালিচায় –
ভরে যায় অঙ্গন স্নিগ্ধ পরশে।
ফসলের মাঠ তুমি করো স্নাত –
বৃক্ষ পায় পুষ্প নব, পল্লবে মুকুলের হাতছানি।
মাটির বুকে সোঁদা গন্ধে খুঁজি মুক্তির অবকাশ।
জীবনের ব্যস্ততায় এক পশলা বৃষ্টি
হয়তো কখনো করে বৈরিতা।
ইলশেগুঁড়ি বা মুসলধারা না ভালোবাসি
তবুও তোমার এই রিনিঝিনি নিক্কণ।
এক পশলা বৃষ্টি ঝরার টুপ টুপ ,
অভিমানে চায়ের পেয়ালায় কাব্য আনে,
এক পশলা বৃষ্টিতে আবছা ধূসর কাঁচ ।
ভেজা সুখ পাখী নীড় খোঁজে দোসরের আবাহনে।