দৈনিক ধারাবাহিকে মৃদুল শ্রীমানী

জন্ম- ১৯৬৭, বরানগর। বর্তমানে দার্জিলিং জেলার মিরিক মহকুমার উপশাসক ও উপসমাহর্তা পদে আসীন। চাকরীসূত্রে ও দৈনন্দিন কাজের অভিজ্ঞতায় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের সমস্যা সমাধানে তাঁর লেখনী সোচ্চার।

বৃহন্নলা কথা 

ওই যে ইলের কথা বলেছিলাম, নারী রূপে যাঁর নাম হল ইলা, তিনি বৈবস্বত মনুর ঔরসে জন্মান। বৈদিক যুগে মিত্রাবরুণ ছিলেন একজন অত্যন্ত ক্ষমতাশালী দেবতা। মনু তাঁর উপাসনা করে সন্তান পেয়েছিলেন। কিন্তু আরাধনার ত্রুটিবশতঃ পুত্র না হয়ে কন্যা হয়। নাম দেওয়া হয়েছিল ইলা। পরে বিষ্ণু এই ইলাকে কৃপা করে পুরুষ করে দেন। মনুর এই সন্তানের পুরুষ অবস্থার নাম হয় সুদ্যুম্ন।
এই সুদ্যুম্ন মহাদেবের অভিশপ্ত কুমার বনে প্রবেশ করে নারী হয়ে পড়েন। পরে তিনি এক মাস পুরুষ, আর একমাস নারী হয়ে থাকতেন। ওঁর এই অদ্ভুত যৌনপ্রকৃতির সাথে মহাদেব জড়িয়ে আছেন। মিত্রাবরুণের পুত্র বশিষ্ঠ সুদ্যুম্নের পুরোহিত হয়ে মহাদেবের উপাসনা করলে তাঁকে খুশি করলে তবেই এই এক মাস পুরুষ এক মাস নারীত্বে শাস্তিটি পরিবর্তিত হয়। অম্বা আবার এই মহাদেবের কাছেই নপুংসক হয়ে জন্মাবার বর পাবেন। অর্ধনারীশ্বর দেবতা মহাদেব এই দুই নপুংসক এর জন্মরহস্যে জড়িয়ে আছেন।

ক্রমশ…..

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।