মাপাজোখা নিয়মের গ্রন্থিতে পারিনা চলতে তবে স্বীকৃত পরিধি অমান্যের ধৃষ্টতা করিনি কখনও এই যে সব সাজান আলমারি , ফুলদানি , ঝাড়বাতি দেয়ালে সব আঁকা ছবি ,খাতায় কবিতা স্বরলিপি জন্মদিনের রাঙা উপহার , বেলুন , তোমার খোঁপার কাঁটা সব এলোমেলো করে ফেলি , নিজের অজান্তে । যত প্রতিশ্রুতি , যত প্রতিজ্ঞা কিছুই পারিনা রাখতে এমনই অনিশ্চিত , অবিশ্বাসনীয় আমি ।
কিছু নিয়ম থাকে নিজস্ব বলয়ে , মানি তাকে সন্ধ্যে হলেই পাব শান্ত সুন্দর , গেরুয়া সূর্যাস্ত সাগরের যৌবন উচ্ছল চন্দ্র স্পর্শ জোয়ার বর্ষার মেঘ দেবে বনবীথির সবুজ কম্পন থর থর নিশিথের নিষ্পাপ শব্দে , তোমার অপরূপ রূপে মৃদঙ্গের অনুরণন । যাতে এক ভালবাসায় তৃপ্ত হয় জীবনের গাথা । এত নিয়মবদ্ধতা , শৃঙ্খল নয় নূপুরের লজ্জানত শব্দের ঝংকারে নৃত্য যেন মাতে এক শুদ্ধ উৎসবে ।
নিয়ম অনিয়মের দ্বন্দ্বে যদি খোঁজ অপরাধী , যে যেতে পারে সীমান্ত অবধি খুশির অন্বেষণে , কাঠগড়ায় পাবে তুমি আমাকে ।