কবিতায় কালিদাস ভদ্র

অহিংস গুম্ফায়
অক্ষরেরা আজ আর
অহিংস গুম্ফায় যেতে চাইছে না
বগটুই থেকে আগুনের রং মেখে
শিরদাঁড়া টান টান
দাঁড়িয়েছে হাভাতের উঠোনে
সলিল চৌধুরি অক্ষরে অক্ষরে
এখন তোলপাড় মুচ্ছর্নায়
বুকে তরুণ মজুমদারের সিনেমা
ঘাসের মাথায় জ্বলছে সূর্যের আলো
ধুলোমাখা পথে কবিতা পংক্তিরা
হাঁটছে রণ পা ফেলে
অক্ষর আজ আর
অহিংস গুম্ফায় যাচ্ছে না
হিংসা চিনেছে আজ অক্ষর—