কবিতায় স্বর্ণযুগে বিশ্বজিৎ কর (গুচ্ছ কবিতা)

নীরবতার কথা!
আমার অনুভূতির অশরীরী আত্মাই-
তোমার নীরবতা!
আকাশও তার বুক চিরে ফেলে,
আলো দেখায়!
আঁচল-ভাঙ্গা গন্ধে সেই ছেলেবেলাকার হাতছানি!
সিরিয়ালহীন সন্ধ্যেগুলোতে তেলমুড়ি,হাতেগড়া রুটি…..
নীরবতা তখন কথা বলতো!
অমল ছিল,সুধা ছিল,ডাকঘরও ছিল-হ্যাঁ,নীরবতাও ছিল!
তবুও কত কথা,কত আবেগ!
আজকের নীরবতা অস্বস্তি,আশঙ্কার চাপে নুয়ে পড়েছে!
অন্তরাত্মার কান্না!
কবিতার আস্তিনে ভাষা নেই,
সুপারিশের ক্ষত!
আকাশে দেখা নেই পেঁজা তুলোর
আলাপন! নিকষ কালো মেঘ!
বালুকাবেলায় স্মৃতির দাগ গেছে মুছে,
কালবেলার ঝড়ে!
এসো, নদীর কাছে যাই –
কূল-ছাপানো ঢেউ গায়ে মাখি!
শীতলতার ক্যানভাসে –
প্রতিবাদের কবিতা ভিজে যাক,
আদুরে ওষ্ঠদ্বয়ের ঘনিষ্ঠ মিলনে!