সম্পাদকীয়

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। প্রতিমাসে কোনো না কোনো বিশেষ উৎসব পালিত হয়। এই চৈত্র মাসে বাংলার অনেক গ্রামে প্রচলিত আছে রক্ষা কালীপুজো। হাওড়ার শিবগাছিয়া অঞ্চলে মহাসমারোহে পালিত হল এই পুজো। এই পূজা প্রায় ১১৪ বছরের পুরানো। একদিনেই মূর্তি রং করে মায়ের চক্ষুদান করা হয়। পঞ্চ মুন্ডা আসনে দেবীর পূজা হয়। রাত্রি ১২ টার পরেই পূজা শুরু হয়। সকালে হয় শীতলা পুজো। দন্ডি কেটে অনেকে মানুষ মানতের ধুনো পোড়ান। প্রচুর মানুষের ঢল নামে এই গ্রামে। কথিত আছে,বহু বছর আগে এই গ্রামে কলেরা মহামারি আকার ধারণ করে। সেইসঙ্গে খরা। বৃষ্টির জন্য মানুষ হাহাকার করতে থাকে। তখন এক মাতৃ সাধক এই পূজার বিধান দেন। সেদিন পূজা শেষে নাকি বৃষ্টি নেমেছিল। এবারে কিন্তু বৃষ্টি দুদিন ধরেই হচ্ছিল। শনিবার দেখলাম পূজা শেষে কয়েক ফোঁটা বৃষ্টি হতে – – – –
বিশ্বাসের কারণেই আমরা এক পায়ের পর আর এক পা সামনে বাড়াই (লেয়ানা ভেনজান্ট)