কবিতায় পদ্মা-যমুনা তে নিতাই চন্দ্র দাস

শিশুর হাসি
শিশুর হাসি মিষ্টি হাসি
থাকে হৃদয় জুড়ে
তাদের হাসি দেখলে পরে
মনটা যায় ভরে।
শিশু হাসে ফোঁকলা দাঁতে
কথা আধোআধো স্বরে
হাসির ফোয়ারা ছুড়ে দিয়ে
মনটা নেয় কেড়ে।
শিশুর হাসি বাতাসে মিশি
বেড়ায় ঘুরে চারিপাশে
সেই হাসির মধুর ছোঁয়ায়
শিহরণ জাগে আবেশে।
বাগানে যেমন ফুল ফোটে
বাড়ায় বাগানের শোভা
শিশুর হাসি থোকায় থোকায়
ছড়ায় ঘরে আভা।
নদী যেমন বয়ে চলে
কলকল রবে
শিশুর হাসিও ছুঁটে বেড়ায়
অবিরাম এই ভবে।
চন্দ্র যেমন মিটিমিটি
হাসে মেঘের ফাঁকে
শিশুর হাসিও তেমনি করে
ভাসে হৃদয় বাঁকে।