মার্গে অনন্য সম্মান পরী (নন্দিতা দে) (সেরা)

অনন্য সৃষ্ট সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা নং – ১২৫
বিষয় – বসন্ত কি শুধুই প্রেম নিয়ে আসে
বিরহী বসন্ত
দক্ষিণ দুয়ার খুলেছে প্রিয় দেখেছ নয়ন তুলে ?
ঋতুরাজের আগমনে ভুবন মেতেছে সেজে।
নবপত্রিকা,নব বধূর ন্যায় শাখায় মেলেছে ডালি।
প্রেমের নব যৌবন প্রিয়, সাড়া দিচ্ছে খালি।
এতকাল ধরে রঙের পরশে মাতিয়ে ছিলে হৃদি পার
রাঙিয়ে সিঁথি লাল আবিরে বলেছিলে বধূ বার বার।
কোকিলার ডাকে আকাশ বাতাস যখন হত বিভোর-
তোমার বক্ষে মাথা রেখে প্রিয়,সুখের নদীতে ধীবর ।
এখন তাহলে কি হল প্রিয়,স্পর্শ কেন আবছা ?
আমি কি আর নেই তব মনে !
মনের আঙিনায় ভরেছে আগাছা?
উদাসী হাওয়ায় মাতাল করা
সৌরভ আজও আছে ফাগুনে;
কিন্ত তোমার মননে আমি বিনা কারও –
নিঃশ্বাস বাজে যে পুষ্প কাননে।
পলাশ শিমুল এখনও হাসছে বসন্তের বীণাপাণিতে,
শুধু আমার খোঁপায় সাজে নি সে ফুল তোমার প্রেমবাণীতে।
কি করে পারছ সব কিছু ভুলে নতুন ধারায় বাঁধতে?
বলেছিলে প্রিয় আজীবন তুমি আমারই থাকবে বসন্তে।
এখন তুমি কান্না ছাড়া কিবা দিতে পারলে?
দখিনা পবনে একলা আমাকে বিরহ বেদনায় জ্বালালে।
কালের পরশে ঋতুরাজ আজও প্রেম নিয়ে এলেও–
আমার জীবনে বসন্ত এখন শুষ্ক মরুদ্যান সম।
তাই বলি প্রিয় ফাগুন ধারায় রহ সারাজীবন রঙ্গিন ;
নাই বা রাখলে পুরানো হিসেব জীবনকে করে সঙ্গিন।।