নাট্য-নাটিকায় দেবাশীষ মণ্ডল (পর্ব – ৩)

কৌতুক নাটক – “কি কেলেঙ্কারি”
তৃতীয় দৃশ্য -রাজ পথ
মাইপোষ চুষতে চুষতে বাচ্চা ছেলে এসে বলে
বাচ্চা- ভালো! খুব ভালো ছেলে আমি । আমার মা আমাকে ভালো ছেলে বলে ।মা বলে যারা দুধ খায় তারা খুব ভালো ছেলে। আমি না শান্ত হয়ে ডক ডক করে দুধ খেয়েনি। এই তোমরা দেখনা আমাকে কেমন দেখতে লাগছে ! আমার মা না আমাকে কালো টিককা দিয়ে এখানে পাঠিয়েছে গো, যাতে কারো নজরে না লাগি।সবাই তো আমার দিকে তাকিয়ে আছো বলো।এই দেখ এই পায়ে কালো দড়ি বেঁধে দিয়েছে।কপালে কালো টিক্কা দিয়েছে,কেমন সাজিয়ে দিয়েছে বলো? আমি এসেছি বলতে গো বলতে ।আমি অনেক দিন ধরে ঘুমিয়ে ছিলাম জানো।কেউ আমাকে ঘুম থেকে টেনে তুলেই দেইনি ।কি ঘুম না দিলাম এতদিন। আমি খুব ঘুমোতে পারি জানো কেউ না ডাকলে আমি উঠতেই পারিনা । তোমরাও তো কেউ তুলে দাওনা তো গো।আমাকে তোমাদের খুব ভয় না গো? আমার মাও বলে জানো আমি নাকি সব সত্যি কথা বলি। আমি তো বাচ্চা ছেলে এখনো দুধু খায় এই এই এমনি করে চুষে চুষে।(মাইপোষ মুখে নিয়ে চুষতে থাকে)
(হঠাৎ মাছ বিক্রেতা এসে বলে)
মাছ বিক্রেতা। মাছ খাও ;শক্তি বাড়াও।দুধে অম্বল মাছে সবল।তাই বাচ্চাদের মতো দুধ না চুষে মাছ খাও মাছ।ভাজা মাছ,ভাপা মাছ,রান্না মাছ।ভাতের সাথে খাও ,শুধু মুখে খাও আমার এ মাছ।
বাচ্চা। এই মিছা কথা একদম বলবে না বলে দিলাম। দুধে মোটেই অম্বল হয়না বুঝলে!এ্যা মিথ্যুক কোথাকার।আমি দুধ খাচ্ছি বলে নজর দিচ্ছ না। মা কে না সব বলে দেব। তুমি পঁচা লোক। দুষ্টু লোক।এই জন্য আমার মা,এত কান্ড করেছে বুঝলে তোমরা।হাতে হাতে প্রমান পেলে তো। আমার মা কি বলে জানো।মা বলে দুধ না খেলে বলেনা ভালো ছেলে।তাই আমি দুধ তো খেয়েনি তাহলে আমি তো ভালো ছেলে।আর এই তুমি , তুমি তো খুব পঁচা ছেলে। বলছো দুধে অম্বল হয়।আর মাছে বুঝি অম্বল হয়না?
(চাওয়ালার প্রবেশ)
চাওয়ালা।অম্বল নেবে কম্বল ঢাকা।চা খাও চো চো
করে।লেমন চা। লবন মেরে মেরে লেবু কচলে কচলে,মশলা মারা চা। সব অম্বল করে দেবে দুর।চা খাও আর মন,প্রান চনমনে করো।যে খাবে এক বার সে চাইবে বার বার। চঞ্চলের চেন চেনে চা।
মাছ বিক্রেতা।আর আমার মাছ।টাটকা,তাজা মাছ। উনুনে দাও।গরম আগুনে কড়াই বসিয়ে কাঁচা সরষের তেল গরম করে ভাজো আর খাও।তাই তো বলি—
(গানের সুর) ভাজো শুধু ভাজো, মাছ শুধু ভাজো।
ভালো যাবে সেই দিনটা।নিয়ে কয়েক সের,পিস করো বের।ভালো যাবে দিনটা।ভালো শুধু ভালো…….
বাচ্চা।মাছ ভাজলে দিন ভালো যায়।বোকা কোথাকার!।তাহলে আমার মা বলতো নাই।মিছা কথা বলছো তুমি। আমার মা তো প্রতিদিন বলে দুধ না খেলে বলেনা ভালো ছেলে।তাহলে বলো মাছ খেলে বা চা খেলে ভালো ছেলে হলে,আমার মা আমাকে বলতো না বুঝি। আমার মা তো বলে দুধ না খেলে বলে না ভালো ছেলে।
চাওয়ালা । কেউ চা খেলে।তাকেও বলে ভালো ছেলে।চা খেলে কি কেউ খারাপ তকমা পায়।চা হল গিয়ে একেবারে চাঁচাছোলা জিনিস।যাকে বলে শুদ্ধ জিনিস। একেবারে ঘুম ভেঙে ভেঙে তোমাকে জেগে থাকতে হলে একমাত্র চা হলো গিয়ে মোখ্কম ঔষধ । তাই বলি চা খাও ঘুম তাড়াও।
বাচ্চা।আগে বলবে তো।তাহলে এ দুধের বোতল টা গলা থেকে ফেলে।এই গলাতে ঝুলোতাম এই চা এর কেটলি। আমার ঘুম ভাঙাতে মাকে ডাকতে হতো না। আমার মা বলে ,বেশি ঘুমোলে বলেনা ভালো ছেলে।এখন যাই এবারে ভালো ছেলে হয়ে আসব।একবারে লেমন চা এর মত ভালো।এই দুধের বোতল আমার আর ভাল্লাগেনা।মা কে বলে এখন এই দুধের বোতল না রেখে এখন থেকে ঐ চা টাকেই চাইব ।আর চেন চেনে হয়ে জেগে থাকব।
(চলে যায়)
মাছ বিক্রেতা।আর এই মাছ।সকালে উঠে মাছ দেখলে সব শুভ হবে সারাদিন।তাইতো এ সকাল বেলা মাছ বিক্রি করি ভালো ভালো মাছ। টাটকা তাজা মাছ।
(চলে যায়)
চাওয়ালা ।আর আমি বিক্রি করি চা।চা খাবে গো চা।এই চঞ্চলের চা এই অঞ্চলের সেরা চা।লেমন চা।এই চা চাই চা।(চা ঢালার ভঙ্গিমায় ফ্রিজ)
ক্রমশ….