কবিতায় মন্দিরা ঘোষ

জন্ম বর্ধমান জেলায় একটি সম্ভ্রান্ত জমিদার পরিবারে।শৈশব থেকেই বইয়ের আবহে বেড়ে ওঠা। শিক্ষা- বোলপুর ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। কবিতা পাক্ষিক,কৃত্তিবাস,শিলাদিত্য সহ বেশ কিছু লিটিল ম্যাগাজিনে পরিচিত মুখ।বিবাহসূত্রে বর্তমান ঠিকানা হাওড়ার শিবপুর।

ডাকনামের সাজিঘর

ডাকনাম মনে আসে
মনে আসে রং আর ঋতুর পরিণয়
জলপাই নদীতে কাগজের নৌকো
মাটির একতারায় বিকেল পেরোনো আলো
একদিন সব আলগা দিয়ে দেখি
সারি সারি সংসারী মেঘ
সংশয় নিয়ে ঝুঁকে আছে কাগজঘরে
ফাঁক ও ফাঁকির মাঝে মস্ত এক শূন্য
শূন্যতা মুড়ে রাখছে

অথচ সেই ডাকনামের সাজিঘরে
বসন্তের আনমনা ঘুঙুর
শাপলা শালুকের গায়ে আজও
উদাস বাউলকথা
ভুল আঁকা নেই কোথাও
বরং যা কিছু ভাঙন সবই অবলীলাঘাম
জলরঙের বিরহশিশির
বাকি তো নদীর গান
বয়ে যাওয়া বেদনাকুচি
অনাবশ্যক দু একটি কথোপকথন
উড়ে এসে ক্লান্ত করে
বসন্ত এলেই চিনচিনে ব্যথার আলগোছ
নদী হতে চায় বিকেলের খামে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।