প্রবাসী ছন্দে শহিদ আজাদ (বাংলাদেশ)

বসন্তের কবিতা
বসন্তের ঐ সোহাগ পাতা ঝরছে যখন বুকে,
পলাশ-শিমুল চোখ রাঙিয়ে করছে তখন শাসন,
কৃষ্ণচুড়া বলছে আমায় কবি তোকে বারণ,
আগুন ঝরা উথাল মনে মন হারাস না সুখে।
সুখের ছোঁয়া পেতে গিয়ে সুখ যদি তুই না পাস,
দেখবি তখন আকাশ জুড়ে বৃষ্টি নামবে দু:খের,
মন পবনের দুয়ার খুলে ভাবছিস দিনের সুখের,
ঝড় উঠবে জীবন জুড়ে করবি শুধু হাসপাশ।
আমের বোলে কোকিল ডাকবে ভর দুপুরে একা,
উঠোন জুড়ে দেখবি শুধু মরা ঝরা পাতা,
আশেপাশে কেউ থাকবে না থাকবে শুধুই শূন্যতা,
কেঁদে কেঁদে হবি সারা পাবি না তার দেখা।
প্রেম যে এখন ছলনাময় বসন্তের এই কালে,
নিত্য নতুন সাথী খুঁজে আড়ালে আবডালে।