হৈচৈ কবিতায় আলিনুর চৌধুরী

বাঁশের বাঁশি
বাঁশের বাঁশি নিলো গ্রাসী
সর্বনাশী বাঁশির সুর,
মন যে তাহার রয়না ঘরে
বাঁশির সুরে রাতদূপুর।
রাখাল রাজা গরু চড়ায়
ঝিনাই নদীর বাঁকে,
মন উদাসী প্রেম অতসী
সীসার কলসী কাখে।
জল ভরিতে ঐ নদীতে
নিত্য দুপুর যায়,
দেখা পেতে রাখাল রাজার
মন যে শুধু চায়।
হেলে দুলে যায় অতসী
ফিরে ফিরে চায়,
রাখাল রাজা শীষ দিয়ে যায়
ময়নামতির গাঁয়।
বাঁশির সুরে আনচান করে
উর্বশী ঢেউ মন,
গাঁয়ের লোকের চোখ এড়িয়ে
বাঁধলো প্রেমের বাঁধন।