কাব্যানুশীলনে জয়ীতা চক্রবর্তী আচার্য

অভুক্ত হৃদয়.. জ্বলে ওঠে
ব্যাকুলতা নেই আজ চোখে মুখে,
তবু শুকনো হয়েছে ভেজা ঠোঁট।।
শরীরের উদাসীনতা, ছোবল দুরঅস্ত…
জানালা, কক্ষ – জৌলুষের ছটা।।
আলিঙ্গনে স্পর্ধা, ওষ্ঠে চুম্বনের স্পর্শ
নিজেকে সাজিয়ে রেখেছে অষ্টপ্রহর।।
শরীর জুড়ে লালসার আগুন,
নিংড়ে খায় অসুখী জীবন।
সকাল দুপুর সন্ধ্যা কিংবা গোধূলি নেই।।