কবিতায় এলা বসু
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
সিঁড়ি ছুঁয়ে বৃষ্টি
ধরো এখন এমন মন খারাপ, বাবার হাত ধরে স্কুল থেকে “রেইনি ডে” বলে ফেরত আসতে ইচ্ছে করছে l
বাবার হাতে সেই কালো লম্বা ভারী মেঘের মতন ছাতা !
ফিরে শুধু কতগুলো কাগজের নৌকো জলে ভাসানো আর জলে ভেসে যাওয়া বারান্দায় দাঁড়িয়ে কিচ্ছু না ভাবা l
এই না ভাবা, না চাওয়া, না খোঁজা দিনগুলোই আমাকে এত অদ্ভুত তৈরী করেছে …
উড়ে গেল মেঘ ভিজে উপত্যকা ছেড়ে l
যক্ষ দেখেছিল সেই সিঁড়ির তলার অন্ধকারমাখা
তীব্র জলের স্রোত !
সে জানে, কে ভেসেছিল, কতদূর, কার প্রতি …
মাটি আঁকড়ে পড়ে থাকি, কলতলার জলের আওয়াজ সম্বল করে l
শহর ছাড়তে আজও মায়া !
তুমি এইমাত্র জানালে, কাগজের নৌকো চড়ে একটা নিম্নচাপ তোমার শহরেও পৌঁছে গেছে !
আমি পুরোনো দিনগুলো নেড়েচেড়ে দেখছি, ধুলো মুছে আবার সাজিয়ে রাখছি …
ঝাপসা দিনে শুধু স্মৃতিরাই সারারাত জোনাকিজন্ম পায় ll