T3 || ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || এ রতন বসাক

মাতৃভাষা রক্ষক
বাংলা আমার প্রথম ভাষা
বলছি ধরায় এসে,
মনটা খুলে বলতে পারলে
খুশিতে যাই ভেসে।
মাতৃভাষা খুব সহজেই
সবাই বুঝতে পারে,
মনের কথা বলার জন্য
চাই যে আগে তারে।
এই ভাষাকে বন্ধ করতে
চেয়েছিলো যারা,
জগজ্জুড়ে সবাই মানবে
ভাষার শত্রু তারা।
শত্রুর ইচ্ছে থামাতে তাই
সব বীরেরা আসে,
রফিক সালাম জব্বর সবার
ছবি চোখে ভাসে।
ফেব্রুয়ারির একুশ তারিখ
মাতৃভাষা মানাই,
বীর শহীদদের মনের থেকে
শ্রদ্ধা সম্মান জানাই।