কবিতায় বলরুমে বিজয়া দেব

কপট জীবন
অন্ধকারে জোনাক আলো
অন্ধকারে প্রেতের প্রলাপ,
জীবন তুমি কপট ছুতোয়
ছুঁড়ে দিচ্ছ কালো গোলাপ!
নমস্কার গো বাবুমশাই
ঘাড় হেলিয়ে প্রতিজবাব,
দন্তবিহীন হারানখুড়ো
দিব্যি চিবোয় শিককাবাব।
অভ্যেস সব একই রকম
ফি সন্ধের কালোয়াতি,
হারিয়ে গেছে অতীত হিসেব
জ্বলছে শুধু ঝাড়বাতি।