কবিতায় বলরুমে মধুপর্ণা বসু

বসন্ত চাতক
সেসব দাহ্য দুপুরে ‘তুমি’ হয়ে কাছে এসে বসে পড়ে এক চাতক বসন্তবৌরি।
তার ঠোঁটে কত অভিমান উপদ্রুত এলাকা ছেড়ে ধেয়ে আসছে আমার দিকে…
আমি তোমার আজীবন অপরাধী,
দিনের পাপক্ষয়ে তোমাকে ইচ্ছাকৃত হারিয়ে ফেলেছি কতোবার।
সত্যি! উদাসীনতা নিষ্ঠুর হতে হতে গণ্ডীর বাইরে রেখেছে তার আপদ চিহ্ন, আর তুমি?
চোখের পল্লবে নিরাবরণ ধরে রেখেছিলে কমলিনীর বসন্ত বিলাপ।
ফেলে যাওয়া পলাশের ওম খুঁজতে খুঁজতে হতাশ তোমার বিশ্বাসের সিঁড়ি পথ,
তারপর..
চলে গেছো তুমি সন্ধ্যা রাতে,
একা একা একা-
দেখো অকাল বসন্তে নিজের পাপে শাস্তি দাবি করবো আজ,
আর ভোর হয়েনি আমার;
লুট করে নিয়ে গেছো ‘তুমি’ নামাঙ্কিত সূর্য।