অ আ ক খ – র জুটিরা

বিলাসী
তুমি সন্তর্পনে তুলে নেবে একটা শিমূল, মনের অজান্তেই সেটার স্থান হবে আমার খোঁপার কোন এক কোনে। পলকহীন দৃষ্টি ছাপিয়ে গিয়ে তোমার হাতের কোমল স্পর্শ ছুঁয়ে যাবে আমার হাতে। এক চকিতের সেই স্পর্শ গুলিয়ে দেবে আমার জমানো সমস্ত হিসেব।
সমস্ত অবহেলা, না পাওয়ার হিসেব ভুলে গিয়ে ওই একটা.. ওই একটাই দিন সযত্নে তুলে রাখবো মনের খাতায়….. ।
অনিন্দিতা ভট্টাচার্য্য