T3 || বাণী অর্চনা || বিশেষ সংখ্যায় নিবিড় সাহা

স্বপ্নবাতি

সাদা চাদর জড়িয়ে নিয়ে গায়,
খোলা জানলার ফাঁক দিয়ে কি আজও
আগের মতোই সে এখনও শরীর ছুঁতে চায় ?

কলা পাতার ছায়া দেখা ভয়ে,
খামচে ধরা হাতের উপর নখের আঁচড় পরে ?
সে সব কথা নদীর মতো বয়
চিহ্ন গুলো ভেসে ওঠে আজও ভীষণ জ্বরে l

এখন তো তার দীর্ঘ পরবাস
ইঁটের সারি আকাশ ছুঁয়ে আজ দুজনার মাঝে,
রুপোলি সেই স্বপ্ন বাতি নেই
বিষন্ন রাত বিন্দু বিন্দু সবুজ আলোয় সাজে l

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।