T3 || বাণী অর্চনা || বিশেষ সংখ্যায় সুনন্দ মন্ডল

জাঁক
মাঘের আকাশ ভাঙে কুয়াশার ভাপে
সারদা সেজেছে ঋতুর সোহাগে।
জীবন চলেছে নতুন গানের লেখায়
বাণী অর্চনা ঝরে সুর তাল রাগে।
মায়ের আশীষ জড়িয়ে কাটুক
সারাবেলা দিন অবশেষ।
বিষন্ন ছেড়ে ছড়াক চারিদিকে
অলিখিত প্রেমের আবেশ।
হলুদে লাগুক নেশা, ঘোর মনে
বিদ্যার বোঝা পাহাড় জমাক।
মাঘের লগনে হৃদয় উঠানে
ঘরে ঘরে সরস্বতীর জাঁক।