দিব্যি কাব্যিতে শেষাদ্রি চট্টোপাধ্যায়

গরহাজির

তোমার সারাদিন আজ
জানি কিছু আঁখি ঝুরে মেঘ
করিডোরে কেউ হেঁটে যায়
ব্যস্ত কিছু কাজে
চোখ দুটি ঠিক চলে যায়
কেউ আজ আসেনি বলে কি ?
তুমি কিছু খেয়েছো দুপুরে
প্রশ্ন গুলি থমকে থাকে
নীচু তারে টানানো পর্দায় I
তোমার সারাদিন আজ
ব্যস্ততার মতো অজুহাত
কেউ কেউ আসেনা কখনো I

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।