প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউ ইয়র্ক)

বেঁচে আছি
বুকে বিষাক্ত তির নিয়ে বেঁচে আছি, সারস
বেঁচে আছি যন্ত্রণার জিকির করতে করতে
কদর্য কুয়াশায়-
ঢেকে ফেলা আঁধার, রক্ত এবং অশ্রুপাতে
বেঁচে আছি এই অপমৃত্যুর মুখোমুখি।
চারপাশে মলয়ের মাতলামী, জলের উঠানামা
অথচ পিপাসায় পরান আমার করে ছটফট
শ্বাসকষ্টের কিনারে
গোধূলি গিলে খায় স্বপ্নসুন্দর, আনন্দ অপার
ডুবে যাই ধীরে মহাকাল মোহনায়।