কাব্যানুশীলনে সায়ন্তন ধর

স্থায়িত্ব
সবাই একদিন ছেড়ে যাবে তোমায়,
একাকী থাকতে হবে তোমাকেও এ ধরায়
একাকীত্ব? তুমি বললে, “বড় ভয়।”
ভয়কে জয় করা সহজ কথা নয়।
তুমিও চলে গেলে ওপারে
নির্জন মনের কোণ, স্বজনহারা
একাকী কতবার টাল খেয়ে গেলেও
প্রাণজোয়ারে ভাসবে না আর দেহের বজরা
ছবি হয়ে ফ্রেমে বাঁধা পড়বে না তুমি,
জেনে রেখো আধুনিক ফ্ল্যাটের দেওয়ালে
গলায় দুলবে না কোন স্মৃতিগন্ধার মালা
প্রস্তুতি নিয়ে মন সব দেবে ফেলে।
উত্তল আরশিতে ব্রহ্মান্ড এঁটে যায়,
চন্দ্রমা দীঘির পৃষ্ঠটান উপেক্ষায় উন্মুখ,
তোমার সন্ততি গড়বে আগামী পৃথিবী
তারা যে সিলভার নাইট্রেট মিররে দেখে মুখ।