ক্যাফে কাব্যে টুম্পা সাহা

সংজ্ঞায়িত সুখ
কেনা সুখ দিয়ে ঢেকে রাখি সত্যি,
আর একটু এগোলেই খসে যাবে
রাস্তা দিয়ে ভারি ট্রাক গেলেই
নড়ে উঠবে বাড়ির ভীত।
বেসুরো গেয়ে মাতিয়ে রাখি ঘর,
নিস্তব্দতা ঘনিয়ে আসে বহুদুর
বাসন পড়ার শব্দ খানখান
কে জানি কার পাথরে চিড়।
যাপনের টানে সাজিয়ে রাখা,
রঙীন পাগড়ী, ঝোলা, জুতো।
হিসেবে পাকা না হলেই পতন ।।
এত্তদিন বাদ আসে অবকাশ
ফিরে দেখার ও এগিয়ে হাঁটার,
ছোট্ট মেয়ে উড়ে বেড়ায় হাওয়ায়,
বয়স্ক মেয়ে আবছা চেয়ে,
অতীতের বাক্স নাকি সংসার বৃত্তান্ত
মাথায় চলে হাজার চক্রান্ত।
হাজারো প্রশ্ন ও উত্তর,
কেউ কারো শব্দ বোঝে না,
সাজিয়ে নেয় গল্প নিজের মত
চলতে থাকে খুচরো দেওয়া নেওয়া।।