T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় শকুন্তলা সান্যাল

লহরী
রঙিন দিন সামনে এসে দাঁড়ায়।
জমে থাকা ব্যাথারা কাঁধ থেকে হাতে
হাতের আঙুলে সংবেদন শিরায় তখন জোয়ার খেলায়,
মত্ত দুচোখে নেশা,
ব্যাথাদের প্রকাশ হোতে দেবনা কিছুতে।
এ জীবন চাতক
এ জীবন চক্রের চক্রান্ত
এ জীবন টলটলে
এ জীবন শুম্ভ-নিশুম্ভ-দুর্গা সহযোগে যোদ্ধা
জীবন রঙিন হয়ে এলে মনের স..ব,
সবটুকু দুঃখ খেয়ে নেব পেনকিলার ।