T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় অনির্বাণ চ্যাটার্জি

জাতীয় উৎসব?
হাজার কোটি কালো টাকা ওড়ে
সবাই বলে জাতীয় উৎসব
কতো জন যে নুন পায়না পাতে
ভাত জুটলে তবে না উৎসব!
বড়ো পুজো বাজেট কয়েক কোটি
মায়ের গায়ে অঢেল গয়না
মহিষাসুরের বংশধরেরা থাকে
তুইমু,ঝুরনি,কালেপথ জনপদে
লোহারদাগার পেশবার ব্লকে অসুর বংশধরেরা
পুজোয় এখন অংশ নিচ্ছে তারা
আগে তো তাদের গ্রামে গ্রামে হতো শোকগাথা পাঠ যত
ভাবতো তারা এ উৎসব তাদের পূর্ব পুরুষ বধের
উন্নয়নের ছিঁটেফোঁটা আজও পায়নি সে গ্রামগুলো
পুজোর কদিন অনেকেই তাই পসরা সাজিয়ে বসে
নবমী পুজোর দিন ঝিরিঝিরি বৃষ্টি মাথায়
আলোক উচ্ছ্বাস থেকে অন্ধকার বস্তিতে বস্তিতে
মা দুর্গা ভিজে ভিজে দুঃখী দের খবর নিতে যান।