T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় পল্লববরন পাল

গোলাপসুন্দরী
বহুদিন আগে থেকে ঘোষিত বলেই কোনোদিন
গোলাপকে আমি আর যেচে গিয়ে বলিনি সুন্দর
বরং যখন পথে খেলাচ্ছলে পুরুষ অহং
স্কুলযাত্রী মেয়েটির মুখে ছুঁড়ে মারলো অ্যাসিড
সচ্চরিত্র জনগণ বিনা পয়সার বিনোদন
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সুন্দরের বিনাশ নাটক
এবং অনন্তর নাটকের দ্বিতীয় অধ্যায়ে
মেয়েটি দাঁড়ালো উঠে – অ্যাসিড আগুন নীলশিখা
এবং আরম্ভ হলো প্রলয়নাচন সহযোগে
টান মেরে উপড়ে নেওয়া পথচারী মুখের মুখোশ
সে এক অপূর্ব দৃশ্য – সুন্দরতম অভিঘাত
বীভৎস তার সেই মুখ থেকে নিঃশ্বাস দূরে
ঘোষণা ছাড়াই আমি বাম হাতে বাড়িয়ে দিয়েছি
সসম্ভ্রমে রক্তলাল প্রতিবাদী একটি গোলাপ।