T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় অঞ্জলি দেনন্দী, মম

পূজোর খোঁজে আমি
যারা কর পূজো পূজো পূজো,
তারা একবার খুঁজো!
যারা মণ্ডপে ঢাক বাজায়।
যারা মণ্ডপ সাজায়।
যারা এ সব কাজ করে।
মা কী সত্যিই তাদের দয়া করে?
তবে অভাব কেন তাদের ঘরে।
কেন তারা পূজোয় ছিন্ন বস্ত্র পরে?
কেন তারা ধনী নয়, মায়ের বরে?
আজ আমার এ ভক্ত মন প্রশ্ন করে।