T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় পৌলমী ভট্টাচার্য্য

গেলবারে হসপিটাল থেকে ফিরে
উনুনের কাছে গেছিলাম,বলা হয়নি …
এও বলিনি যে অতীতের এক কোণে
দাঁড়ানো স্টপেজে
ঝুল ঝমেছে
ক্যাথল্যাবের বদমেজাজী ইকুইপমেন্টসগুলো
দেখে যে লোকটা হেসেছিল
তাঁর আর চশমার দূরত্বে ছিল
কেবল নখের মতো দুষ্প্রাপ্য যন্ত্রণা
আমি রক্তাল্পতায় সমঝোতা করি
ছুরি-কাঁচির সঙ্গে আর
পূর্বাভাস জানায় আলোকিত শুভাকাঙ্খী ;
যে গাণিতিক জটলা ইরেজ করে
প্রবীণ সেজেছিল
হৃদযন্ত্রের প্রশ্রয়ে, যাকে
নিরাশ্রয় করল সবজান্তা
তেত্রিশ কোটি দেবতারা…
জানো !বিপন্না মায়ের ভাতঘুম কেড়েছে
দগ্ধ পৃথিবীর হাসি…তাই
তীব্র সমালোচনার স্বাক্ষী থাকলাম
প্রবন্ধহীন সাহিত্যের..