T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় সুজিত বালা

বাঁচার রসদ
নদী বাঁচে বারি ধারায়।
গাছ বাঁচে সূর্যালোকে।
অন্ধ কিট বাঁচে পচা নোংরাতে।
দু’দিনের এই খেলার মাঝে
মানুষ বাঁচে ।
স্নেহ প্রেম ভালোবাসার মায়াতে।
সংসার সুখ দুঃখের কারাগার।
জীবন ছুটছে পেরনার মায়ায়।
কত আশা স্বপ্ন বুকের মাঝে
সমুদ্রের ফেনা সকাল সাঁঝে।
জন্মায় মিলিয়ে যায় নোনা জলে।
প্রিয়জনের আঘাতে মায়ার বাঁধন কাটে।
স্বপ্ন আশা ভরসা ভাঙে সংসারের হাটে,
জীবন ছোটে মৃত্যু পানে।
আত্মা বিলীন হতে চায় পঞ্চভূতে।
বাঁচার রসদ দু’চোখের স্বপ্নতে।
বাঁচার রসদ শত শত আশাতে।
বাঁচার রসদ পরিবারের ভালোবাসাতে।
যমরাজ আসতে ভয় পায় দুয়ারে।
অকালে অপঘাতে ঝরে না প্রাণ বিধবার কোল থেকে।