T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় অংশুমান কর

খাবার
আগেও আসত খাবার।
ওই পাড়া থেকে আসত কমবয়সি ছেলে।
হেঁটে বা সাইকেলে।
কোনওদিন কমলা জামা, তো কোনওদিন কালো।
বলত, মা পাঠাল, তালের বড়া।
এখনও আসে খাবার।
অন্যপাড়া থেকে আসে কমবয়সি ছেলে।
মোটর সাইকেলে।
কোনওদিন কমলা জামা, তো কোনওদিন কালো।
বলে, এই যে পিজ্জা, রেটিং ভালো দেবেন।
খাবার বয়ে আনছে
সাইকেলের জায়গায় মোটর সাইকেল,
আর ভালোবাসার জায়গায় টাকা।