কবিতায় পদ্মা-যমুনা তে নুসরাত রীপা

সময়
অর্থহীন চলে যাচ্ছে সময়।
জগতের তাবৎ মূল্যবান ধাতু বা পাথরের বিনিময়ে
একমিনিট বহুদূর এক নিনোসেকেন্ড সময় ক্রয়
সম্ভব নয়
অথচ
সময় চলে যাচ্ছে
একটা কালো কাঠের টেবিল
একটা ঘূর্ণায়মান চেয়ার
কিছু লাভ-ক্ষতি আর বিনিময়ের কাগজ
আর এসির শীতল বাতাসে
বদ্ধ জানালার ঐ পাশে
শীত,গ্রীষ্ম, বর্ষা বা হেমন্তের পালাবদল চলে
আপন নিয়মে
শুকনো পাতা ঝরে রাজপথে
চাকার ধূলো উড়িয়ে একের পর এক নেমে আসে
চক্রাকার ঋতু
দিন রাত হয় রাত গড়ায় দিনে
আর আমি আড়ষ্ট হয়ে পড়ে থাকি জীর্ণ করিডোরে
আমার দুহাত ভরা শূন্যতা
মহামূল্যবান সময় বয়ে যায় আমার ব্যস্ততাহীন ব্যস্ততায়–