মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৯৯
বিষয় – আবেগ/ সৎ- অসৎ/ দৈনন্দিন
রোজনামচা
বিদগ্ধ দীর্ঘ প্রহর,
ক্লান্ত অবসন্ন।
দৃষ্টি জুড়ে প্রখর তাপ,
মরীচিকা আসন্ন।
ছিন্ন পাতা, রুক্ষ তরু,
আকণ্ঠ তৃষ্ণার্ত,
রোজনামচায় ধুঁকছে শহর
আর্ত, ক্ষুধার্ত।
ফুটিফাটা প্রান্তর সব,
বন্ধ্যা, প্রসবহীনা।
মানুষ আজ চাতক সম,
শুষ্ক, লাবণ্যহীনা।
চারদিকে হাহাকার রব,
নাই, শুধু নাই।
অন্ন, বস্ত্র, বাসস্থানের,
সংগতি কারো নাই।
জীবনযাত্রার ঘূর্ণিপাকে,
খুঁটিতে বাঁধা জীবন।
মনের তার বিচ্ছিন্ন আজ,
বেরঙিন যন্ত্রজীবন।
জীবন বহে গোলকধাঁধায়,
ঠিকানা নেই কারো!
গন্তব্যহীন ছুটছি সবাই,
রোজনামচায় মাস বারো।।